ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি-৯৬ ব্যাচের কমিটি গঠন
প্রথমবারের মতো ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি-৯৬ ব্যাচের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কালাম হোসেন তালুকদারকে পরাজিত করে ২৩০ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. আশরাফুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ওয়াহিদ আলম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন জাহিদুর রহমান রয়েল, মোক্তাফি মাহমুদ পয়েল ও মোহাব্বত হোসেন।
নির্বাচনটি অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে ভোট গ্রহণ শুরু হয় ৩০ মে রাত ৮টায়। অফলাইনে ৩১ মে বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ছিল ৩৬৬ জন। এই নির্বাচনে মোট ভোটের ৬৭.৪৯ শতাংশ কাস্ট হয়।
আরও পড়ুন: শিক্ষকদের মে মাসের বেতন হচ্ছে আজ, বোনাস কবে— জানাল মাউশি
নবনির্বাচিত সভাপতি ডা. মো. আশরাফুল হাসান মানিক বলেন, ‘অনুভূতি খুবই চমৎকার। কারণ এটা আমাদের বন্ধুদের সংগঠন। এই অ্যাসোসিয়েশন ২০০৮ সাল থেকে চালু আছে, কিন্তু প্রথমবারের মতো এই সরাসরি নির্বাচন হলো। আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানাই।’
অ্যাসোসিয়েশন নিয়ে পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, ‘এ সংগঠনকে রেজিস্টার সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করব। এই সংগঠন রেজিস্ট্রেশনের পর সদস্যদের ডাটাবেজ তৈরি করব, যাতে সবার ডাটা স্থায়ী থাকে। আর স্থায়ী ফান্ড করব। যেখান থেকে জনকল্যাণমুখী অথবা সামাজিক ব্যবসা এ ধরনের কাজ করতে পারি। আমাদেরই সদস্যদের যাদের আর্থিক অসচ্ছল বন্ধুবান্ধব মারা গেছে, তাদের যেন কাজ দিতে পারি এ রকম চিন্তা আছে।’