২১ মার্চ ২০১৯, ২২:১৮

হাবিপ্রবি ছাত্রলীগে সংঘর্ষ, বিচার চেয়ে উপাচার্যকে স্মারকলিপি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।  © সংগৃহীত

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের একটি গ্রুপ ছাত্রলীগের আরেকটি গ্রুপের বিরুদ্ধে নিজ কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে সুষ্ঠ বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তারা এ স্মারকলিপি প্রদান করে। এ ব্যাপারে উপাচার্যের পিএস শামসুজ্জোহা বাদশা এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

হাবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক (বিলুপ্ত) আতিকুর রহমান রানা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বিগত ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা ও কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটাকে কেন্দ্র করে কিছু অছাত্র নামধারী বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী– জামাত শিবিরের কর্মীদের সাথে নিয়ে আমাদের পরীক্ষিত ও ত্যাগী ছাত্রলীগ কর্মীদের ওপর নির্যাতন করে আসছে। এমনকি তারা আমাদের কর্মীদের আবাসিক হল থেকে বের করে দিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ল্যাপটপ ও আসবাব পত্র লুটপাট করেছে।

তারা স্মারকলিপিতে জানিয়েছেন, এ বিষয়ে বারংবার প্রশাসন ও হল প্রশাসনকে জানানো হলেও প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেননি। যার ফলে হল গুলো ক্রমশ মাদক, সন্ত্রাস ও সীট বাণিজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এসব হলগুলো এখন নিয়ন্ত্রণ করছে অনুপ্রবেশকারী অছাত্ররা যারা কখনোই ওতপ্রোতভাবে ছাত্রলীগের সাথে জড়িত ছিলনা।

স্মারকলিপিতে আরো বলা হয়, ছাত্রদের নিরাপত্তা দানে ব্যার্থ হওয়ার, এর দায়িত্ব প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহ হল প্রাধক্ষ্যদের নিতে হবে। এবং আগামী ৭দিনের মধ্যে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এসব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাবে।

প্রসঙ্গত, বিগত প্রায় ৯বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোন কমিটি নেই। একারণে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ ৩টি অংশে বিভক্ত হয়ে পড়েছে।