২১ মে ২০২৫, ১৫:১৪

বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক মুহসিন

অধ্যাপক ড.মো. মুহসিন উদ্দীন ও ববি লোগো   © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে ইংরেজি বিভাগের অধ্যাপক ড.মো. মুহসিন উদ্দীনকে।

আজ বুধবার (২০ মে) সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা সাক্ষরিত অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অফিস আদেশে আরো বলা হয়, তার এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ৬ মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি পূর্বে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে, তিনি পূর্বানুমোদিত হারে মাসিক ৮ হাজার টাকা দায়িত্ব ভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন ও এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে।