২০ মে ২০২৫, ১৬:৪৬

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ 

ছা্ত্রলীগ নেতা গ্রেপ্তার  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহারিয়ার হিমেলকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আটক শাহরিয়ার হিমেল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

মঙ্গলবার (২০ মে) সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে থানায় সোপর্দ করা হয়। 

জানা যায়, শাহারিয়ার আন্দোলনের সময় ফেসবুকে বিভিন্ন সময় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক থাকাকালীনও বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আজ তিনি বিভাগে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন: বাদ পড়া ২২৭ জনের মধ্যে গেজেটভুক্ত হলেন ১৬২ প্রার্থী

আটক শাহরিয়ার হিমেল বলেন, ‘আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের গ্রাফিতি করেছিলাম। এরপরও আমার সঙ্গে এমনটি করা হয়েছে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।’

এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘তাকে শিক্ষার্থীরা থানায় দিয়েছেন। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বলে জেনেছি। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’