রাবিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
বাসচাপায় বিইউপি শিক্ষার্থী আবরার নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ সড়কসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আগের দিন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মানববন্ধন শেষে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এসময় সারাদেশে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণাও দেয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের কর্মসূচি চলে। বুধবার আবার তাদের আন্দোলন চলছে। সকাল ৮টা থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জন করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেওয়ার আহবানও জানানো হয়।
শিক্ষার্থীদের আট দফা দাবিগুলো হল-
১. আটক চালক ও সম্পৃক্ত সকলকে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
২. পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং প্রতি মাসে বাসচালকের লাইসেন্সসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে হবে।
৩. ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় সকল স্থানে আন্ডারপাস, স্পিড ব্রেকার এবং ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে।
৪. আজ থেকে ফিটনেস বিহীন বাস ও লাইসেন্স বিহীন চালককে দ্রুত সময়ে অপসারণ করতে হবে।
৫. দায়িত্ব অবহেলাকারী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে স্থায়ী অপসারণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. চলমান আইনের পরিবর্তন করে সড়ক হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
৭. প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাসস্টপ এবং যাত্রীছাউনি করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং
৮. ছাত্রদের হাফ পাস (অর্ধেক ভাড়া) অথবা আলাদা বাস সার্ভিস চালু করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্কের সামনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাসে ওঠার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ দুর্ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে।