১১ মার্চ ২০১৯, ২২:০৬

ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীদের একাংশ  © বেলাল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এরপরে মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে অমর একুশে পাদদেশে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ডাকসু নির্বাচনের নামে ‘ভোট ডাকাতির উৎসব’ হয়েছে। এ সময় তারা পুনঃতফসিল ঘোষণা ও নির্বাচনের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে তা তামাশা ছাড়া আর কিছু না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মেরুদণ্ড বলতে আর কিছুই অবশিষ্ট নেই। ছাত্র সমাজ এই প্রহসনের নির্বাচন মেনে নেবে না। অবিলম্বে নির্বাচন বাতিল ঘোষণা করে পুনরায় নির্বাচন দিতে হবে বলে জানান তিনি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কার্যকরী সদস্য মিখা পিরেগু বলেন, নির্বাচনের নামে ছাত্রদের সাথে তামাশা করেছে ঢাবি প্রশাসন। ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জন্মের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গলা টিপে হত্যা করা হয়েছে।

জাবির সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ বিন মোজাম্মেল বলেন, ডাকসু নির্বাচন ছাত্রদের অধিকার আদায়ের নির্বাচন ছিল। কিন্তু নির্বাচনের আগে টকশোতে গিয়ে যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারাই আজ শিক্ষার্থীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল-উজ-জামান, শাখা ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমানসহ অনেকে।