নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মানবসম্পদ বিষয়ক সেমিনার
- হাবিবুল্লাহ আল মারুফ, প্রদায়ক
- প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM , আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৬:১৭ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি)মানবসম্পদের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক সেমিনার ‘দ্যা বিগেস্ট এইচআর মিট-২০১৯’ এর আয়োজন করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। দেশের পাঁচটি কোম্পানির অভিজ্ঞ মানবসম্পদ ব্যবস্থাপকদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ক্লাবের অফিসিয়াল অ্যাংকর রাফিয়া ইসলাম ভাবনা ও আবু আনাস রিপনের উপস্থাপনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাককানইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি অমিত হাসান রনি। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা নিট কম্পোজিট লিমিটেডের শেখ কামাল হোসেন, পারফেটটি ভ্যান মেললে বিডি প্রাইভেট লিমিটেডের রাশেদুল হাসনাত, কনফিডেন্স গ্রুপের মো. হুমায়ুন রাশিদ, প্রাণ আরএফএল গ্রুপের কাইয়্যুম ইসলাম সোহেল ও সিটি গ্রুপ লিমিটেডের মো. তাসবির রাজিব।
চাকরি প্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদানসহ চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়োগ দাতার প্রত্যাশা পূরণে লক্ষ্য সেটিং অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং, আর্ট অব সেলিং ইয়োরসেলফ, এক্সপেকটেশন গ্যাপ, ইন্টার্ভিউ স্কিল, লিডারশীপ, অনলাইন নেটওয়ার্কিং ও সিভি রাইটিংয়ের উপর আলোচনা করেন বক্তারা।