২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৪

বিইউবিটিতে ২দিনব্যাপি ট্রিপল-ই ডে

  © টিডিসি ফটো

ম্যাথ অলিম্পিয়াড, রোবোটিক্স প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীসহ নানা আয়োজনে রাজধানীসহ সারাদেশের ৩০টি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের অংশগ্রহণে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী ট্রিপল-ই ডে। বিইউবিটি ট্রিপল-ই ক্লাব আয়োজনে মঙ্গলবার শুরু হয়ে বুধবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উৎসবটি।

আই ট্রিপল-ই, বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) এর ট্রিপল-ই বিভাগের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ প্রধান অতিথি হিসেবে এই আয়োজনের উদ্বোধন করেন, তিনি মিনি স্যাটেলাইট, চালকবিহীন গাড়ি, জিএসএম বেজড মেডিকেয়ার সিস্টেমসহ নানা প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় ট্রিপল-ই অধ্যায়নকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, দেশের প্রযুক্তি খাত এগিয়ে চলেছে, বিদেশ নির্ভরতা কমাতে দেশি দক্ষ প্রকৌশলী তৈরির প্রতি জোর দেওয়া উচিত।]

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান জনাব এ এফ এম সরওয়ার কামাল। বক্তব্য রাখেন- ট্রেজারার প্রফেসর মোঃ এনায়েত হোসেন মিয়া, আইকিউএসি-বিইউবিটি’র পরিচালক প্রফেসর সান্তি নারায়ণ ঘোষ, প্রকৌশলী ও ফলিত বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ রুবাইয়াৎ চৌধুরী। সভাপতিত্ব করেন ট্রিপল-ই বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আজহারুল হক।

২য় দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, জয়েন্ট রেজিস্ট্রার, প্রক্টরসহ, শিক্ষক-কর্মকর্তারা।