ইবি উপাচার্যের লেখা বইয়ের মোড়ক উন্মোচন
ইলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর লেখা ‘বাংলাদেশ: সমকালীন সমাজ ও রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকায় বাংলা একাডেমির বই মেলায় এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আগামী প্রকাশনীর আয়োজনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের জেষ্ঠ সচিব সোহরাব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইয়ার এডুকেশ কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এর পরিচালক ড. গৌরঙ্গ মোহন্ত, আগামী প্রকাশনীর সত্যাধিকার ওসমান গণি প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে গ্রন্থ রচনা করতে পেরে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তা উৎসর্গ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি, এই গন্থটি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’