সাইবার অপরাধ সচেতনতায় ঢাকা কলেজে সেমিনার
ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের আয়োজনে ‘সাইবার অপরাধ ও সহিংস উগ্রবাদ সচেতনতা’ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। গত রবিবার সকাল ১০টায় ঢাকা কলেজ মূল ভবনের ৬নং ক্লাস রুমে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যাপক প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লা।
বর্তমানে হ্যাকিং একটি মারাত্মক ব্যাধির আকার ধারণ করেছে। প্রতিদিন কেউ না কেউ সাইবার অপরাধের শিকার হচ্ছে। এ সম্পর্কে সাইবার নিরাপত্তা গবেষক ও প্রশিক্ষক মো. মেহেদী হাসান বলেন, ‘আমাদের মোবাইল এবং কম্পিউটারে প্রতিদিন কিছু লিংক আসে। এগুলো ফিসিং হ্যাকিংয়ের ধাপ। যেগুলোতে প্রবেশ করলে আমাদের সকল তথ্য চুরি হবার সম্ভাবনা থাকে। তাই আমাদের সবাইকে সর্বদা সচেতন থাকতে হবে। এ সমস্ত লিংক থেকে আমাদের দূরে থাকতে হবে।”
তথ্য যাচাই বিষয়ে বক্তব্য রাখেন তরুণ তথ্যপ্রযুক্তিবিদ সামিরুল হক। এছাড়া কোন ডিভাইস বা একাউন্ট হ্যাক হলে কী করণীয় সেই সমর্পকেও আলোচনা হয়।
সেমিনারের প্রধান অতিথি প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লা বলেন, আমি সহ আমার প্রতিটি ছাত্রের সাইবার ক্রাইম সম্পর্কে জানা জরুরী। তিনি আরো বলেন, আমার কলেজে কোন প্রকার সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ হবে বলে আমি মনে করি না। কারণ আমার ছাত্ররা কখনো অন্যায় কাজ করতে পারে না।
উল্লেখ্য, সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ নেহাল আহমেদ, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি তবিবুর রহমান, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সেক্রেটারি হাসিব বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ প্রমুখ। সেমিনার শেষে সবাইকে সাইবার ক্রাইমের উপর সনদ বিতরণ করা হয়।