ইবিতে পিঠা উৎসব
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার সমাহার নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজন করেছে পিঠা উৎসব। বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০তম (এমবিএ) ব্যাচের আয়োজনে রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনিশিয়ামের সামনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে ভাপা পুলি, ভ্যানিলা পুডিং, হৃদয় হরণ, সাঁচের নক্সী, ঝিনুক, গোলাপ পিঠাসহ প্রায় ৩৫ রকমের পিঠা পাওয়া যাচ্ছে।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়ার সভাপতিত্বে ও অধ্যাপক ড. জাকির হোসেনের সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এছাড়া উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ান ইসলাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান প্রমুখ।