১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩০

ইবিতে খেলা নিয়ে হাতাহাতি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির সময়   © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ইনডোর গেমসের ফাইনাল খেলায় (ব্যাডমিন্টন) বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভিাগ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ ঘটনা ঘটে। পরে উভয় বিভাগের শিক্ষক ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা খেলা স্থগিত করে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, শনিবার সকাল বেলা ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগীয় ইনডোর গেমস (ব্যাডমিন্টন) এর ফাইনাল খেলা শুরু হয়। খেলা শুরুর পর থেকেই উভয় বিভাগের শিক্ষার্থীরা একে অপরকে কটুক্তি করতে থাকে। খেলার এক পর্যায়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার হাসান ও আইসিই বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন শিক্ষার্থীদের থামতে বলেন।

এরপর শিক্ষক জসিম উদ্দীন নিজ বিভাগের শিক্ষার্থীদের থামতে বললেও শিক্ষার্থীরা ক্রমাগত কটুক্তি করতে থাকে। এসময় আইসিই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজা ফিন্যান্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্যারিসকে উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকে।

এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের পাশে থাকা উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় বিভাগের শিক্ষক ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়। এদিকে খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় শারীরিক শিক্ষা বিভাগ।

এ বিষয়ে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান বলেন, ‘আইসিই বিভাগের শিক্ষার্থীরা আমাদের কাছে এসে উচ্চস্বরে চেঁচাতে থাকলে আমি বিষয়টি আইসিই বিভাগের শিক্ষক মহোদয়দের কাছে জানালেও তারা এ বিষয়ে কর্ণপাত করেননি। যার ফলে শিক্ষার্থীদের উত্তেজনাবশত এ অবস্থা তৈরি হয়।’

এ বিষয়ে আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দীন বলেন, ‘খেলা চলাকালীন সময়ে উত্তেজনাবশত চিৎকার চেঁচামেচি হয়েই থাকে। শিক্ষার্থীদের এ চেঁচামেচি সাধারণত বন্ধ করা যায় না। এ নিয়ে ফিন্যান্স বিভাগের শিক্ষকরা আমাদের জানালে আমরা আমাদের শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করি। তারপরও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।’