১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২২

সাংস্কৃতিক সংগঠন উত্তরায়ণ’র নতুন নেতৃত্বে অনিক-শম্পা

উত্তরায়ণ’র নতুন নেতৃত্বে অনিক-শম্পা  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরায়ণ’র নতুন কমিটি ঘোষনা করেছে সংগঠনটি। এতে সভাপতি হিসেবে অনিক মহাজন ও সাধারণ সম্পাদক হিসেবে শম্পা বড়ুয়াকে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার এক সাধারণ সভায় সংগঠনটি ত্রিশ সদস্যের এই কমিটি ঘোষণা করেছে।

এ সময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ও চবি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী। আগামী ল্যাবস এর সিইও তসলিমা খানম, সংগঠনটির সাবেক সভাপতি ফাতেমা আহমেদ কলি ও সংগঠনটির স্থায়ী সদস্যবৃন্দ। এ সময় বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘বহতা সুন্দরের বাণীমূর্তি হোক, আলোকের প্রথম জয়ভেরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমকালীন সাহিত্য ধারার সাথে তাল মিলিয়ে সুস্থ সংস্কৃতির মেলবন্ধনকে সমুন্নত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপ্ত সাংস্কৃতিক সত্ত্বার বিকাশ ঘটানোর লক্ষ্যে ২০১৩ সালে ‘উত্তরায়ণ’র আত্নপ্রকাশ ঘটে। সংগঠনটি শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে । প্রতি বছর শত শত নবীন শিক্ষার্থী এ সংগঠনে সংস্কৃতিক চর্চায় অংশগ্রহণ করে ।