প্রেমের মন্দিরে তালা, বন্ধুত্বের দরজা খোলা
‘প্রেমের মন্দিরে তালা, বন্ধুত্বের দরজা খোলা’ এ শ্লোগানকে সামনে রেখে সারাদিন পূজিবাদী প্রেমের বিরুদ্ধে সোচ্চার ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সোসাইটি। বৃহস্পতিবার ভালোবাসা দিবসকে সামনে রেখে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে তারা।
জানা যায়, সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বাবুই চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি শুরু করে সোসাইটির নেতৃবৃন্দরা। এ সময় ভালোবাসা দিবসের নামে এই দিনকে কেন্দ্র করে যারা প্রেমের নামে নানা অশ্লীলতায় মেতে উঠে এবং প্রেম নামক একটা পবিত্র জিনিসকে পুঁজিবাদী প্রেম বানিয়ে প্রশ্নবিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়। পরে সাড়ে ১১টায় নেতৃবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট থেকে শুরু হয়ে শালবন বিহার হয়ে দক্ষিণ মোড়ে এসে শেষ হয়। এরপর দুপুর ১২টায় সময় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে কেক কাটা হয়।
এ সময় সিঙ্গেল সোসাইটির সভাপতি নিয়ামুল আরাফাত এবং সাধারণ সম্পাদক আর কে শাওনেত নেতৃত্বে প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করেন।