১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২

বিজনেস কেস কম্পিটিশনে রানার্সআপ টিম ‘দ্যা মার্কেট লিডার’

বিজনেস কেস কম্পিটিশনে রানার্সআপ টিম ‘দ্যা মার্কেট লিডার’  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিজপ্রো ১.০ আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন এ বশেমুরবিপ্রবি মার্কেটিং বিভাগের টিম ‘দ্যা মার্কেট লিডার’ রানার্স আপ (২য় স্থান) হওয়ার গৌরব অর্জন করেছে। চ্যাম্পিয়ন হয়েছে আর্মি আইবিএ। প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর ৪৮ টি দল অংশগ্রহন করে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম , নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতায় বশেমুরবিপ্রবি থেকে অংশগ্রহণ করেন-রত্নপ্রভ রায় (মার্কেটিং ৪র্থ বর্ষ), মিজানুর রহমান মিজান (মার্কেটিং ৪র্থ বর্ষ), শৈশব দে দোদুল (মার্কেটিং ৪র্থ বর্ষ)।