১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১২

উপাচার্যের পিএস’র অব্যাহতিসহ ১১ দফা দাবিতে স্মারকলিপি

  © সংগৃহীত।

উপাচার্যের পিএস (ব্যক্তিগত সচিব) আমিনুর রহমানকে অবিলম্বে পিএস পদ থেকে অব্যাহতি দিয়ে অন্য দপ্তরে বদলী, সংস্থাপন শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার খন্দকার গোলাম মোস্তফাকে অন্য দপ্তরে বদলিসসহ ১১দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে স্মারকলিপি দিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন।

সোমবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালকে স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের নের্তৃবৃন্দ।  স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল।  অন্যান্য দফাসমূহ হলো-- পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের স্থায়ীকরণ প্রক্রিয়া সম্পন্ন করা এবং যে সব কর্মকর্তার পদোন্নতি বোর্ড হয়নি তাঁদের বোর্ডগুলো দ্রুত সম্পন্ন করা, যে সব কর্মকর্তার পদ বদল করে অন্য দপ্তরে বদলী করা হয়েছে তাঁদের স্বপদে ও স্বদপ্তরে ফেরত আনা, পদন্নোতি প্রাপ্ত কর্মকর্তাদের দপ্তর ভিত্তিক সিনিয়রিটির ভিত্তিতে শূন্য পদে প্রতিস্থাপন করা, পুলিশ ভেরিফিকেশন ফরম সংশোধন করে সরকারি ফরমের ন্যায় ফরম সরবরাহ করে দ্রুত পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা, প্রতিটি দপ্তরকে জব ডেসক্রিপশন অনুযায়ী কার্যক্রম বুঝিয়ে দেওয়া, যথাযথভাবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা, প্রশাসনিক ভবনের কক্ষ বরাদ্দের নিমিত্তে গঠিত কমিটি বাতিল করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে।

এছাড়া শিক্ষা জীবনে যে সব কর্মকর্তার তৃতীয় শ্রেণি আছে তাঁদের পদোন্নতির বিষয়ে “কর্মকর্তা পদোন্নতি নীতিমালায়” স্থায়ী সমাধান অর্ন্তভূক্ত করা, ৫৮ জন কর্মকর্তা কর্মচারীর ৪৪ মাসের বকেয়া বেতন প্রদানের ব্যবস্থা করা, হয়রানিমূলক বদলীকৃত কর্মকর্তাদের পূর্বের দপ্তরে পুনর্বহাল করা, রেজিস্ট্রার অফিসের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা, প্রশাসনিক প্রধান রেজিস্ট্রার কার্যালয়ে তাঁর অধীনস্থ কোন কর্মকর্তার নজরদারি বা গোয়েন্দাগিরি বন্ধ করা।

এদিকে বিষয়টিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল বলেন, এ বিষয়ে উপাচার্যের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।