বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপি বইমেলা শুরু
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চার দিনব্যাপি বইমেলা শুরু হয়েছে। প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এই বইমেলা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শুরু হয়েছে।
গত চার বছর ধরে প্রথম আলো বন্ধু সভা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বইমেলার আয়েজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলা। এবারের বইমেলায় প্রথমা প্রকাশনীসহ অন্যান্য অনেক প্রকাশনীর বই মেলায় প্রধান্য পাচ্ছে। ১১,১২,১৩ ও ১৪ ফেব্রুয়ারি বিশ্বভালবাসা দিবস পর্যন্ত এবারের বইমেলা চলবে।
বইমেলার পাশাপাশি এবার রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এতে ১ম সেমিস্টার থেকে ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বিশ্বায়নে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটা যুগোপযোগী।
বইমেলার আয়োজক প্রথম আলো বন্ধু সভার ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বলেন, এবারের বইমেলায় আমরা অনেক সাড়া পাচ্ছি। অনেক বই বিক্রি হচ্ছে। যারা বই পড়ে, বইকে ভালোবাসে তাদের মিলন মেলা হচ্ছে এই বইমেলা। বইয়ের সাথে পাঠকের পরিচিত করার মাধ্যম হচ্ছে বইমেলা।