জাবিতে ‘বঙ্গমিলন নাট্যোৎসব’ শুরু ২৩শে ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর থিয়েটার
জাহাঙ্গীরনগর থিয়েটার  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এবং ভারতের স্বনামধন্য দলের অংশগ্রহণে ‘বঙ্গমিলন নাট্যোৎসব -২০১৯’ প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার।

২৩ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ২ মার্চ (শনিবার)পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে দুই বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রযোজনা এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের নিজস্ব প্রযোজনাও থাকছে উক্ত নাট্যোৎসবে। এছাড়াও নাট্যোৎসবে গুনিজন সম্মাননা দেওয়া হবে। জাহাঙ্গীরনগর থিয়েটারের রয়েছে বিশেষ আয়োজন পালাগান, মধ্যরাতের কবিতা ও গান।

জাহাঙ্গীরনগর থিয়েটার কর্তৃপক্ষ নাট্যোৎসব সম্পর্কে বলেন,‘ফেব্রুয়ারি মাসে মায়ের ভাষায় কথা বলা মানুষগুলোকে একত্রিত করে কাঁটাতারের বিভেদের উর্ধ্বে ওঠার একটি প্রচেষ্টা এই উৎসব!’


সর্বশেষ সংবাদ