০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৬

মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি চবি ছাত্রলীগের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদক রিরোধী শো-ডাউন করেছে শাখা ছাত্রলীগের বিভিন্ন স্থরের চার শতাধিক নেতা-কর্মী। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় শো-ডাউনটি।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে আজ থেকে চবি ছাত্রলীগ যুদ্ধ ঘোষণা করছে। কেউ যদি মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত থাকে। তবে সে যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যেকোনো ধরনের মাদকদ্রব্যের সাথে কারো কোনো প্রকার সংশ্লিষ্টতা থাকলে তাদের দায়ভার ছাত্রলীগ নিবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে মাদকের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার আহব্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন, মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল, ছাত্রলীগ নেতা নাহিদ আলমসহ আরো অনেকে।