সেশনজট ও আবাসন সংকট নিরসনসহ ছাত্রলীগের ১০ দফা দাবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপির দফাসমূহ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ, ঐতিহাসিক ব্যক্তিদের নামে হল (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ মুখতার ইলাহী) প্রাঙ্গনে তাঁদের প্রতিকৃতি বা ম্যুরাল স্থাপন, অনতিবিলম্বে বেগম রোকেয়ার প্রতিকৃতি নির্মাণ, আকর্ষণীয় প্রধান ফটক স্থাপনসহ অন্যান্য ফটক স্থাপন, দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন, অনতিবিলম্বে সেশনজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মেডিকেল সেন্টারে ২৪ ঘন্টা সেবা প্রদান ও অত্যাধুনিক যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় ঔষধ সংরক্ষণ ও কেন্দ্রীয় লাইব্রেরীতে পর্যাপ্ত বই সরবারহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধীকার এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া পূর্ণাঙ্গভাবে চালু করা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, বাংলাদেশ ছাত্রলীগই একমাত্র ছাত্র সংগঠন, যারা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে সদা সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো আদায়ে সর্বদা কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি উপরিউক্ত দাবিসমূহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্খা পূরনে কার্যকরী ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবিগুলো উপস্থাপনের মাধ্যমে একটি সুষ্ঠ সুরাহা, টেকসই সমাধান ও যুগোপযোগী সংষ্কার সম্ভব।