হাবিপ্রবিতে ভর্তিচ্ছুদের জন্য মোবাইল ব্যাংকিং সেবা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) ২০১৮-১৯ ইং শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান ) পর্যায়ে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিং সেবা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো.মোস্তাফিজার রহমান জানান, বিগত বছরগুলোতে দেখা যেত ঘন্টার পর ঘন্টা ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে ভর্তির টাকা জমা দিতে হতো। তাই শিক্ষার্থীদের এই ভোগান্তি দূর করতে আমরা এ ধরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এ প্রক্রিয়া শুরু হওয়ায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা ভর্তির টাকা পাঠাতে পারবে। ১% সার্ভিস চার্জসহ মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ তাদের ভর্তির ফি রুপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা শিওরক্যাশ এর মাধ্যমে প্রদান করতে পারবে। ফি প্রদানের পর শিক্ষার্থীদের মোবাইলে তাৎক্ষনিক একটি ট্রানজেকশন আইডি সম্বলিত এসএমএস যাবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ওই ট্রানজেকশন আইডিটি সংরক্ষণ করে রাখতে হবে যা পরবর্তীতে ভর্তি কার্যক্রমে প্রয়োজন হবে বলে জানিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।
আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি অনুষ্ঠিত হবে।মেধা তালিকায় থাকলেও যারা শুধুমাত্র পছন্দক্রম জমা প্রদান করেছে তারাই ভর্তির সুযোগ পাবে।