০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫০

রাবির হল গেটে তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

  © লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল কর্তৃপক্ষকে না জানিয়ে শাখা ছাত্রলীগ এক অনাবাসিক শিক্ষার্থীকে সিট প্রদান করলে তাকে বের করে দেয় হল প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ নেতা-কমীরা। প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলী আসগর এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, হলের ১২০ নং রুমে সিট ফাঁকা হওয়ার খবর জেনে হল প্রাধ্যক্ষকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জনি মিয়াকে হলে তুলে দেন হল ছাত্রলীগ নেতা মোহন। অবৈধভাবে শিক্ষার্থীকে হলে তুলে দেওয়ার বিষয়টি নজরে আসে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলী আসগরের। পরে গত শুক্রবার বিকেলে হলের ১২০ নম্বর কক্ষ থেকে এক অনাবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেন ওই শিক্ষার্থীকে। এ ঘটনায় ওই কক্ষে তালা দিয়ে হল গেটে বিক্ষোভ করেন হল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে প্রক্টরের উপস্থিতিতে বিষয়টির সমাধান হয়।

হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে অবস্থান ও তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘তালা দেওয়ার ঘটনা আমার জানা নেই। তবে ছাত্রলীগের কর্মীকে হলে তুলে দিলে হলের প্রাধ্যক্ষ পুলিশ দিয়ে তাকে বের করে দেয়। পরে প্রক্টরকে জানানো হলে তিনি ওই শিক্ষার্থীকে রুমে তুলে দেন।’

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলী আসগর বলেন, হলে আবাসিকতা দিতে একটি নির্ধারিত নিয়ম আছে। আবাসিকতার নোটিশ দেওয়া হয়নি কীভাবে তারা শিক্ষার্থীকে হলে উঠায়। হল প্রশাসনকে না জানিয়ে কাউকে হলে তোলা নিয়মের মধ্যেও পড়ে না। তাই হলের আবাসিক শিক্ষকদের সাথে নিয়ে প্রথম বর্ষের ওই শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। প্রথম বর্ষে মাত্র ভর্তি হওয়া শিক্ষার্থীকে আবাসিকতা দিলে অন্যবর্ষের শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিবে।

এদিকে প্রাধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, হলের শৃঙ্খলা রক্ষার্থে প্রাধ্যক্ষ অবৈধ শিক্ষার্থীকে বের করে দিতে পারেন এটি তার এখতিয়ার। ছাত্রলীগের ছেলেদের বলেছি প্রাধ্যক্ষের সাথে বসে বিষয়টির মিমাংসা করে নিতে। ছাত্রলীগের নেতাদের উচিত প্রাধ্যক্ষকে জানিয়ে হল অভ্যন্তরে যেকোন কাজ করা এবং প্রাধ্যক্ষকে সহযোগিতা করা।