যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষকের পদাবনতি
যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পদাবনতি করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী বডি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
পদাবনতি করা দুই শিক্ষক হলেন ইংরেজি বিভাগের মো. রেজওয়ান তালুকদার ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন। তাদের মধ্যে আলী রেজওয়ানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং জসিম উদ্দিনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি করা হয়।
জানা গেছে, ২০২০ সালে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বিভাগের শিক্ষকদের নিয়ে খারাপ মন্তব্য করার অভিযোগ ওঠে। পরে তাকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও তিন শিক্ষার্থীকে এখতিয়ার বহির্ভূতভাবে পরীক্ষায় নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ অক্টোবর তদন্তের স্বার্থে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পদাবনতির বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘আমি এখনো পর্যন্ত নোটিশও পায়নি, চিঠিও হাতে আসেনি। আসলে বলতে পারবো।’ এ বিষয়ে জানতে রেজওয়ান তালুকদারকে কল দেওয়া হলে তিনি কল কেটে দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘তাদের বিষয়গুলো সিন্ডিকেট সভায় উঠেছে। সিন্ডিকেট সভার সকলের সিদ্ধান্ত ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এই সিদ্ধান্ত না আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবার সম্মতি ক্রমেই।’