নজরুল বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ’র ভর্তি আবেদন শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ব্যবসায় অনুষদের অধীন সামার সেমিস্টার ২০১৯ এ সান্ধ্যকালীন এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শুক্র ও শনিবারে প্রোগ্রামের ক্লাস অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন করা যাবে ২০ মার্চ ২০১৯ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল ২০১৯ তারিখ।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তির জন্য যে কোন বিভাগে অবশ্যই ন্যূনতম তিন বছরের স্নাতক ডিগ্রী অথবা দুই বছর মেয়াদী স্নাতক ও মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে হবে। ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও স্নাতকে জিপিএ ২.০০ (জিপিএ ৪.০০ এর মধ্যে) থাকতে হবে। 

এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ অফিস কক্ষ অথবা ময়মনসিংহ শাখার মার্কেন্টাইল অথবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে যাবে। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ