১৯ মার্চ ২০২৫, ১৬:১২

জুলাই আন্দোলন বিরোধীদের তথ্য চেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)  © ফাইল ফটো

জুলাই আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিপ্লব বিরোধী ভূমিকায় অবস্থানকারীদের চিহ্নিতকরণে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিপ্লব বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে কোন অভিযোগ, মতামত বা তথ্য থাকলে লিখিত, মৌখিক, ই-মেইলে বা সরাসরি তদন্ত কমিটির নিকট জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

আজ বুধবার (১৯ মার্চ) জুলাই-আগষ্টের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিতকরণ কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান জুলাই-আগষ্ট-২০২৪ বিপ্লব চলাকালীন সময়ে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কচারীদের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিত করার জন্য বিপ্লব বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে আপনাদের কোন প্রকার অভিযোগ, মতামত, তথ্য বা তথ্যচিত্র থাকলে লিখিত, মৌখিক, ই-মেইল বা সরাসরি তদন্ত কমিটির আহবায়ক এর নিকট আগামী ৩০ এপ্রিল এর মধ্যে জানানোর জন্য অনুরোধ করা হলো। তবে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ জুলাই-আগষ্ট বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিতকরণে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেনকে আহ্বায়ক ও বিএনসিসি অফিসের উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান মজুমদারকে সদস্য সচিব করে পাচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সদস্য হিসেবে রয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারি বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে উপাচার্যের কাছে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।