ইবির বাংলা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মনজুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটি অধ্যাপক ড. মনজুর রহমান। পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিভাগের নতুন সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। বিভাগটির সভাপতির কক্ষে অনুষ্ঠিত এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও বিভাগটির অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভাগটির অন্য শিক্ষকরা।
আরও পড়ুন: সাদ্দাম-ইনানসহ ঢাবি থেকে বহিষ্কারের ১২৮ জনের তালিকায় ছাত্রলীগের যেসব নেতা
নব নিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান বলেন, ‘দায়িত্ব পানকালে আমি বিভাগের সকলের সহযোগিতা কামনা করি। আমি বিভাগের জন্য কাজ করতে চাই। বিভাগের সকল সংকট কাটিয়ে বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ইতিহাস দীর্ঘ। এই বিভাগের নতুন সভাপতির মঙ্গল কামনা করি। এই পদে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে বিভাগের সকল শিক্ষকরা তাকে সহযোগিতা করবেন।’
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি ও দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি
উল্লেখ্য, এর আগে বিভাগটির সাবেক সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাপলা ফোরামের ব্যানারে ‘নৈরাজ্যবিরোধী’ মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।