প্রভোস্টের অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে তালা দিয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের প্রাধ্যক্ষ ও সিএসই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাইফুল ইসলামকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত ও মানহানির প্রতিবাদে তালা দেন তারা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন বিভাগটির শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, মব সন্ত্রাসের চাপে পড়ে অনৈতিক দাবি মেনে নিয়েছে প্রশাসন। এতে প্রশাসনের দুর্বলতা প্রকাশ পেয়েছে।
তাদের দাবিগুলো হলো:
১. বিদ্রোহী হল প্রভোস্টের সম্মানহানির সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা,
২. তদন্ত ব্যতীত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সাইফুল স্যারের বিরুদ্ধে নেওয়া সকল ধরনের অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল ঘোষণা
৩. যে সকল অনলাইন পেজ ও গ্রুপ মুষ্টিমেয় শিক্ষার্থীকে উস্কে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে, গতকাল বুধবার (১২ মার্চ) স্নাতকোত্তর শেষ হওয়ার পূর্বেই হলের সিট বাতিল এবং শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলামের পদত্যাগসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা।