২৪ ঘন্টার মধ্যে লাকীকে গ্রেপ্তারের দাবি জবি শিক্ষার্থীদের, ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা
শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান।
মঙ্গলবার (১১ মার্চ) রাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে— ‘শাহবাগিদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, "ল তে লাকি, তুই হাসি না, তুই হাসিনা, তুই হাসিনা", ‘শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক’, ‘১, ২, ৩, ৪, শাহবাগ নো মোর", "শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না’
পরে তারা মিছিল নিয়ে রায় সাহেব বাজার ঘুরে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, ‘শাহবাগ এখন ঘৃণার প্রতীক। নতুন করে কোনো পরিচয় দিয়ে নিজেদের রক্ষা করতে পারবে না। পরিকল্পিতভাবে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। জগন্নাথের মাটি থেকে তাকে চিরতরে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।’
আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু কিছু ভারতীয় দালাল সেই স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। ২০১৩ সালে যারা শাহবাগে ঘেউ ঘেউ করেছিল, তারা আবারও মাঠে নেমেছে। লাকি আক্তারসহ সেইসব ষড়যন্ত্রকারীদের কেন এখনও গ্রেপ্তার করা হয়নি? আবার দেশকে অস্থিতিশীল করতে চাইলে, নতুন করে জুলাই বিপ্লব হবে।’
ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, ‘২০১৩ সালে যারা দেশকে অস্থিতিশীল করেছিল, তারা আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। কিন্তু এবার তারা সফল হতে পারবে না। আমরা আবু সাঈদ, মুগ্ধদের মত রুখে দাঁড়াবো।’
শিক্ষার্থীরা দাবি করেন, লাকি আক্তারসহ সকল ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা ঘোষণা দেন, প্রয়োজনে শাহবাগ বিরোধী আন্দোলন আরও তীব্র হবে।