বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:০৬ AM , আপডেট: ১১ মার্চ ২০২৫, ০১:১২ AM

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানো ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় নন-ক্যাডার পদ অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা অন্যান্য সরকারি পরীক্ষার মতো বার কাউন্সিল পরীক্ষার ফি ৪হাজার ২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর মতো বিজেএস পরীক্ষার ভাইভাতে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নন-ক্যাডার হিসেবে চাকরির সুবিধা দেবার দাবি করেন।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তৈয়ব শাহনুর বলেন, ইন্টিমেশন দেওয়ার পর প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ১ হাজার ৮০ টাকা দিতে হয়। এরপর আবার পরীক্ষায় বসার জন্য ৪ হাজার ২০ টাকা দিতে হয়। বিসিএসসহ অন্যান্য চাকরির ফি কমানো হয়েছে। আমাদের দোষটা কী? আমাদের দাবি ৪ হাজার ২০ টাকা থেকে কমিয়ে ফি ৩০০ টাকা নির্ধারণ করুন। আমরা এই যৌক্তিক দাবির দ্রুত বাস্তবায়ন চাই।
আরেক শিক্ষার্থী সানোয়ার রাব্বি বলেন, বিসিএস পরীক্ষার পর নন-ক্যাডারদের চাকরির সুযোগ দেয়া হয় কিন্তু বিজেএসে এমন কোন সুযোগ নেই। যেখানে বিজেএস পরীক্ষা বেশি প্রতিযোগিতামূলক। নতুন বাংলাদেশে এই বৈষম্য আমরা দেখতে চাই না। আইন বিষয়ক অনেক চাকরিতে আমাদের নিয়োগ দেয়া যেতে পারে। তাই আমরা চাই বিজেএস পরীক্ষায় নন-ক্যাডার অন্তর্ভুক্ত করা হোক।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, ‘অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘অধিকার নিয়ে বাণিজ্য, চলবে না’, ‘জুডিশিয়ারিতে ননক্যাডার চাই’, ‘বার কাউন্সিলের অযৌক্তিক ফি কমাতে হবে’, ‘বৈষম্যমুক্ত বার কাউন্সিল চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সম্প্রতি বার কাউন্সিল পূর্বের মতো এনরোলমেন্ট পরীক্ষায় ৪ হাজার ২০ টাকা ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।