শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছে প্রশাসন: জবি ইসলামী ছাত্র আন্দােলন

জবি
জবি  © লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। 

আজ মঙ্গলবার (৪ মার্চ) প্রচার সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন।    

সংগঠনের নেতারা বলেন, ‘শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু আমরা বারবার দেখছি, প্রশাসন সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে স্থানীয় সন্ত্রাসী শহিদুলের নেতৃত্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়।’

তারা আরও বলেন, ‘শিক্ষার্থীদের ওপর এই বর্বর হামলায় জড়িত অপরাধীরা চিহ্নিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

ইসলামী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে ঢাকার ধোলাইখালে এক নির্মাণাধীন ঢালাইয়ের ওপর ভুলক্রমে পা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ওই এলাকায় যাওয়ার সময় ভুলবশত ঢালাইয়ের ওপর পা রাখেন, যা নিয়ে স্থানীয়দের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং পরে উত্তেজনায় রূপ নেয়।

শিক্ষার্থীদের দাবি, বিএনপি নেতা শহিদুল হক শহিদের নেতৃত্বে এ হামলা চালানো হয়, যেখানে অন্তত সাতজন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ