০২ মার্চ ২০২৫, ১৬:৩৫

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে তিতুমীর কলেজে পূর্ণদিবস কর্মবিরতি

বিসিএস শিক্ষা ক্যাডাররা ‘পূর্ণদিবস কর্মবিরতি’ ব্যানারে র‌্যালি করে মূল ফটকে এসে অবস্থান নেন  © টিডিসি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ পালন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সরকারি তিতুমীর কলেজ।

আজ রবিবার (২ মার্চ) দুপুর ১২টায় বিসিএস শিক্ষা ক্যাডাররা ‘পূর্ণদিবস কর্মবিরতি’ ব্যানারে কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে থেকে র‌্যালি করে মূল ফটকে এসে অবস্থান গ্রহণ করেন।

এ সময় তারা ‘ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল চাই, ক্যাডার যার মন্ত্রণালয় তার, সকল ক্যাডার এর সমতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, ১ মার্চ (শনিবার) বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য বিরাজমান। বিদ্যমান বৈষম্যসমূহ দূর করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গোলটেবিল বৈঠক, সেমিনার, সমাবেশসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সভাপতি ড. মুহম্মদ মফিজুর রহমানসহ ২৫ ক্যাডারের মোট ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কয়েক জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

আরও পড়ুন: বেরোবিতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের ফলাফল বাতিলের সিদ্ধান্ত

এমতাবস্থায়, বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ওই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য সবাইকে অনুরোধ করে।