মাদক সেবনে অভিযুক্ত কুবির সেই চার ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬ AM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ PM

আবাসিক শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি শান্তি হলের চার শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
হল ছাড়ার নির্দেশ পাওয়া শিক্ষার্থীরা হলেন—ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম, ফার্মেসি বিভাগের আতিফা লিয়া এবং আইন বিভাগের মাইশা রহমান রোদিতা।
আরও পড়ুন: ‘আমি ছাত্রলীগ করে আসছি, খেলে দেবো’—মাদকের অভিযোগ দেওয়ায় হুমকি
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশ সূত্রে জানা যায়, সুনীতি শান্তি হলের আবাসিক শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রভোস্ট কমিটি ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার পর শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং হলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত চার শিক্ষার্থীকে হলের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়।
হল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত চার শিক্ষার্থীর বিরুদ্ধে সুনীতি শান্তি হলের একটি কক্ষে মাদক সেবনের অভিযোগ ওঠে। এ বিষয়ে হলে অন্যান্য শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর অভিযুক্ত দুই শিক্ষার্থী—রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম—হলের বিভিন্ন রুমে গিয়ে অভিযোগকারীদের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।