কুবিতে মধ্যরাতে গাঁজাসহ আটক ৩
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মধ্যরাতে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে প্রক্টোরিয়াল টিম। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকবীর আল মাহমুদ ও সাঈদ উদ্দিন আহমেদ। আরেকজন হলেন, হাসিবুল হোসেন।তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২ শিক্ষার্থীকে বিভাগীয় শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া বহিরাগত হাসিবুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আল রাফির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, ‘প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের আমাদের হাতে দিয়েছে। তাদের অপরাধের বিষয়ে আমরা বিভাগের অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিবো।’
এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) নাহিদা আক্তার বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। আজকেও তিনজনকে ধরা হয়েছে। এরমধ্যে দুই জন আমাদের শিক্ষার্থী‚ একজন বহিরাগত। শিক্ষার্থীদের বিভাগের শিক্ষকদের জিম্মায় ছেড়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকমুক্ত করতে আমরা অভিযান অব্যাহত রাখব।’