জবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিএনসিসি-রোভার স্কাউট
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলস কাজ করছে বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট সদস্যরা।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের) ভর্তি পরীক্ষার ৩টি পর্বে অনুষ্ঠিত হয়েছে। ৮৬০টি আসনের বিপরীতে মোট ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের জন্য নিরলসভাবে কাজ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট সদস্যরা।
বিএনসিসির সদস্যরা জানান, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্য সামনে রেখেই বিশ্ববিদ্যালয় ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বার্থে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা কাজ করে যাচ্ছে।
বিএনসিসি সদস্য স্মৃতি খাতুন ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আসন বিন্যাস থেকে শুরু করে গতকাল থেকে সব কাজ করে যাচ্ছি । আজকেও কেউ দেরিতে কেন্দ্রে প্রবেশ করলে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। প্রশাসনের অনুমতিক্রমে আমরা পরীক্ষা শুরু হওয়ার পর ১০ মিনিট পর্যন্ত গেট খোলা রাখছি। কেউ মোবাইল নিয়ে চলে আসলে আমরা সেগুলো পরীক্ষার সময় সংরক্ষণ করছি। তাড়াও যে কোন রকমের সাহায্য করতে আমরা প্রস্তুত। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।’
বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্য তানজিদ মিয়া বলেন, ‘আমাদের সংগঠন হলো অরাজনৈতিক। আমরা সবাইকে যথাসাধ্য সহায়তা করছি। কেন্দ্রে প্রবেশে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে নিয়ম-শৃঙ্খলা ঠিক থাকে, কেউ যাতে নিয়ম ভঙ্গ করতে না পারে। ভর্তিচ্ছুদের সেবায় কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।’