তরুণ উদ্যােক্তা তৈরিতে বশেমুরবিপ্রবিতে ভিন্ন ধর্মী আয়োজন
তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তত্ত্বীয় লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে শিক্ষার অংশ হিসেবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজন উদ্যােক্তা উৎসব অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব। এসময় তারা উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করে দেখেন।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাে. সােহেল হাসান এ ধরনের উৎসব আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তরুণ উদ্যােক্তাদের সাথে ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা বলেন।
তারা বলেন, এই ধরনের অনুষ্ঠান তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের দেশকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হওয়া প্রয়োজন। এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ।