সাত কলেজের স্থগিত পরীক্ষার বিষয়ে যা জানা গেল

সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে সাত কলেজের সব চূড়ান্ত সব পরীক্ষার বিষয়ে দ্রুতই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে তিনি এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা চাইলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকেই অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকবে। এসব বিষয় নিয়ে আজ শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অধ্যক্ষ বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত বিভিন্ন বিষয়সহ সাত কলেজের চলমান সংকট নিরসনে উপাচার্য ও অন্যান্য ঊর্ধ্বতন শিক্ষকদের সমন্বয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গতকালের সংঘর্ষসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলমান বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা যথারীতি চালানোর বিষয়ে সবাই প্রস্তুত রয়েছেন।
তিনি আরও বলেন, আমি বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। তাদের সিদ্ধান্তই প্রাধান্য দেওয়া হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে শিক্ষার্থী ভর্তি না করা হলেও বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাজীবন ঢাবির অধীনেই শেষ হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রবিবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত নোটিশের মাধ্যমে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়।