২৪ জানুয়ারি ২০২৫, ০৯:১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন নজরুল ইসলাম

নজরুল ইসলাম  © সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান (ম্যানেজমেন্ট), মো. মাইনুল ইসলাম (বাংলা), ইয়াতসিংহ শুভ (সঙ্গীত), জান্নাতুল মাওয়া মুন (সমাজবিজ্ঞান)। 

বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।     

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা রক্ষাসহ, অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্ম-পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের সংবিধি ১৮(১) ধারা অনুযায়ী দুই বছরের জন্য শিক্ষকগণকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

নবনিযুক্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, 'প্রক্টরিয়াল বডির কাজ অনেক চ্যালেঞ্জিং। তবে এটিকে আমি পবিত্র দায়িত্ব মনে করি। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে সহায়তায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রক্টরিয়াল বডি নিরলসভাবে কাজ করবে। আমাদের এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় মাননীয় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়ের সকলের সার্বিক সহায়তা প্রত্যাশা করছি।'