২৩ জানুয়ারি ২০২৫, ০১:২০

প্রতিষ্ঠার ৭৫ বছর পর নিজস্ব পরিবহন পাচ্ছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

  © সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত জর্জরিত ছিল বিভিন্ন সমস্যায়। যার মধ্যে অন্যতম নিজস্ব পরিবহন সেবা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নিত্যদিন ক্যাম্পাসে যাতায়াত করা শিক্ষার্থীদের পড়তে হতো বিভিন্ন ভোগান্তিতে। এবার শিক্ষার্থীদের মিলবে স্বস্তি। প্রথমবারের মতো দুটি দ্বিতল বাস পেতে যাচ্ছে ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

চারিদিকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যখন গোটা ছাত্রসমাজ। তখন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা স্বপ্ন দেখতে থাকেন বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে। শুরু হয় সোহরাওয়ার্দীয়ানের আরেকদফা মুক্তির লড়াই। লড়াইয়ের সঙ্গে ছিলেন এক ঝাঁক নবীন। যাদের চোখে মুখে আশার আলো আর নেতৃত্ব দিচ্ছিলেন সোহরাওয়ার্দী কলেজের অভিভাবক অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়।

নিজস্ব পরিবহন ব্যবস্থা পেয়ে বেশি উচ্ছ্বসিত সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শরিফুল ইসলাম বলেন, ক্যাম্পাসে নতুন বাস আসা নিঃসন্দেহে একটি আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ এবং সময়সাশ্রয়ী করবে। নতুন বাস যুক্ত হলে ক্লাসে উপস্থিতি বাড়বে এবং যাতায়াতজনিত চাপ কমবে। তবে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও নজরে রাখা উচিত। নতুন বাসগুলোর রুট প্ল্যান যেন সবার জন্য সুবিধাজনক হয়। নিয়মিত বাসের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। বাসগুলো পরিবেশবান্ধব প্রযুক্তি সমৃদ্ধ হলে তা আরও ভালো হবে। 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইয়াজ ফায়েল বলেন, শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের জন্য এটি নিঃসন্দেহে এক দারুণ সুখবর। দুইটি দোতলা বাসের সংযোজন শুধু শিক্ষার্থীদের যাতায়াতকে সহজ ও আরামদায়ক করবে না, বরং তাদের দৈনন্দিন ক্যাম্পাসে যাতায়াতের  একটি নতুন মাত্রা যোগ করবে।

বহু শিক্ষার্থী প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসে আসেন, আর এই বাসগুলো তাদের সময় ও শক্তি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, এটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতি প্রতিশ্রুতির উদাহরণ।

এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা ছড়ানোর পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। এমন উন্নয়নমূলক পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো এবং শিক্ষার্থীদের মানসিকতার উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। এটি যেন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে আরেকটি বড় পদক্ষেপ হয়ে ওঠে।

সোহরাওয়ার্দী কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্যাম্পাসে বাস আসছে। ইতিমধ্যে সোহরাওয়ার্দীয়ানদের জন্য স্বপ্নের লাল বাস সাজানোর কাজ শেষ হয়েছে। আজ রাতের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামীকাল সকালে ক্যাম্পাসে ২টি দোতলা বিআরটিসির বাস আসবে। কাল বাস উদ্বোধন করবেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়।

উল্লেখ্য, বাস, হল, ক্যান্টিন নিয়ে ২০১৯ সাল থেকেই সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলন চলমান ছিল। ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর সোহরাওয়ার্দী কলেজের চাহিদা আরও বৃদ্ধি পায়। এরজন্য হল বাস ক্যান্টিনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলতে থাকে।