জনশূন্য বেরোবি ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীতকালীন অবকাশের ছুটি চলছে। আর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উৎসব ও শীতকালীন ছুটিতে শিক্ষার্থীরা নিজ এলাকায় চলে গেছে। ফলে জনশূন্য হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলো। ক্যাম্পাসের আশেপাশ গড়ে ওঠা দোকান ব্যবসাতেও পড়ছে মন্দা। সারাদিন মিলেও ক্রেতার দেখা মিলছে না। তাই তারাও দোকান বন্ধ করে ছড়িয়ে পড়ছে অন্য কাজে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় দশ হাজার শিক্ষার্থী যখন ক্যাম্পাসে অবস্থান করে এলাকাগুলো তখন কানায় কানায় পরিপূর্ণ থাকে। সকাল থেকে শুরু করে প্রায় রাত ২টা পর্যন্ত শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত থাকে পার্ক মোড়, লালবাগ, চকবাজার, সর্দার পাড়া এবং মডার্ন মোড় এলাকা।

জানা যায়, গত ১৪ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা হয়। ১৫ ডিসেম্বর থেকে মেস ত্যাগ করার নির্দেশনা দেয় রংপুর মেট্রোপলিটন পুলিশ। বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয় ১৯ ডিসেম্বর থেকে। বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধের পর শিক্ষার্থীদের থাকার জায়গা না থাকায় এবং প্রশাসনিক নির্দেশনা থাকায় প্রিয় ক্যাম্পাস এবং বন্ধুদের ছেড়ে নিজ বাড়িতে পাড়ি জমায় তারা।

শিক্ষার্থীরা চলে যাওয়ায় স্থানীয় দোকানগুলোতে নেই ব্যবসা বাণিজ্য। দোকান পাট বন্ধ করে বিভিন্ন কাজে ছড়িয়ে গেছেন পার্কমোড় এলাকার দোকান ব্যবসায়ীরা। দুই একটি দোকান খোলা থাকলেও নেই বেচাকেনা। অটো এবং রিক্সা নিয়ে লাইন ধরে অপেক্ষা করলেও পাচ্ছেন না যাত্রী। এতে করে দোকান ব্যবসায়ী এবং অটো রিক্সা চালকদের আয়ে ভাটা পড়েছে।

পার্কমোড় এলাকায় দোকান খোলা রেখে নিরব বসে আছেন সিরাজুল ইসলাম। তিনি জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তেমন কাস্টমার নাই। আশপাশের সব দোকান বন্ধ থাকায় দুই একজন রাস্তার মানুষ এসে চা পান খেয়ে যায়। কতদিন দোকান খোলা রাখবেন জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় দোকান করছি। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দোকান বন্ধ রাখতে বলে তাহলে বন্ধ করতে হবে। তবে এ পর্যন্ত কিছু বলেনি।

তিনি আরো জানান, এই এলাকায় রাতের বেলা যেই দোকান থেকে লাইটের সরবরাহ করা হয় সেই দোকান বন্ধ। তাই রাতের বেলা বাতি ছাড়া দোকান খোলা রাখা কষ্টকর হয়ে পড়েছে। এজন্য রাত পর্যন্ত দোকান খোলা থাকেনা।

ইজিবাইক চালক রবিউল বলেন, আমি শ্যামপুর থেকে এসে বিশ্ববিদ্যালয় লাইনে অটো চালাই। কিছুদিন থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় যাত্রী পাওয়া যাচ্ছেনা। রংপুর এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এবং মেস ও হলগুলো বন্ধ হওয়ায় গোটা রংপুরে এখন মানুষ কমে গেছে।


সর্বশেষ সংবাদ