১০ জানুয়ারি ২০২৫, ১৫:১৩

এবার গণঅনশন কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের

গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন জবি শিক্ষার্থীরা  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনসহ একাধিক দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আগামী রবিবার (১২ জানুয়ারি) সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করবেন বলে জানান শিক্ষার্থীরা।

দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসন নিশ্চিতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে কর্মসূচির ব্যাপারে নিশ্চিত করেন।

এর আগে গত বছরের নভেম্বরে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন বলা হয়, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরে বাধা নেই। এ বিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয়। তবে দুই মাস পেরোলেও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

আরও পড়ুন: ইবিতে গভীর রাতে শিক্ষার্থীদের চলাচল ঠেকাতে এবার ভিন্ন কৌশল প্রশাসনের

শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘মন্ত্রণালয়ের মিটিংয়ের পর আমরা আমাদের নতুন প্রশাসনে একটা যৌক্তিক সময় দিয়েছিলাম। কিন্তু এত দিন পার হলেও আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। পুনরায় তারা আবার চিঠি চালাচালির বিষয়টি দেখাচ্ছে। এ জন্য আমরা অনশনের ঘোষণা করেছি। যত দিন না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি হয়, আমরা আমরণ অনশনে থাকব।’

আরেক শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তরের জন্য আমরা যখন সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলাম গত ১২ নভেম্বর। দুই মাস পার হলেও আমরা কোনো দৃশ্যমান অগ্রগ্রতি পাইনি। প্রশাসন ও সচিবালয় থেকে আমাদের কোনো অগ্রগতি জানানো হয়নি। এ জন্য আমরা অনশনের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’

আরও পড়ুন: বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা দ্যা ডেইলি ক্যাস্পাসকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের স্বপ্ন প্রতিটি শিক্ষার্থীর মনের গভীরে গেঁথে আছে। প্রতিদিনের সীমাবদ্ধতা, আবাসনের অভাব, সুষ্ঠু গবেষণা ও পর্যাপ্ত ক্লাসরুমের সংকটে প্রতিনিয়ত যুদ্ধ করে চলা শিক্ষার্থীদের জন্য কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাস যেন এক আশার আলো। আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে এটা সম্ভব হচ্ছে না। নানা টালবাহানার মাধ্যমে তারা দ্বিতীয় ক্যাম্পাসের কাজকে ত্বরান্বিত করছে না। তাই আজ শিক্ষার্থীরা একসঙ্গে এই দাবি তুলছে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজের সেই দায়িত্ব সেনাবাহিনীর হাতে হোক।’

আরও পড়ুন: এ বছরের শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ৮০ ভাগ কমবে: ভিসি

তিনি আরও বলেন, ‘আমরা সেনাবাহিনীর মাধ্যমে দ্রুততম সময়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ করার জন্য গত বছরের শেষের দিকে আন্দোলন-সংগ্রাম করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।এবার আমরা গণঅনশন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা রাখছি এবার একটা ফয়সালা হবে।’