০৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৯

গুচ্ছ থেকে বের হতে কুবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া বাতিল করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিজস্ব ভর্তি পরীক্ষা চালুর দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। এসময় দাবি পূরণ না হলে প্রশাসনিক কার্যক্রম স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা এর থেকে মুক্তি চাই। এই প্রক্রিয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। তাই আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, ৭২ ঘণ্টার মধ্যে গুচ্ছ থেকে বের হওয়ার ঘোষণা না এলে আমরা প্রশাসনিক ভবনের সকল কার্যক্রম স্থগিত করব।

শিক্ষার্থী হান্নান রহিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাই গুচ্ছ থেকে বের হওয়ার পক্ষে। তাই আমাদের দাবি মেনে নেওয়ার জন্য আমরা প্রশাসনকে তিন দিনের সময় দিচ্ছি। রোববার দুপুর ১২টার মধ্যে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের দাবির মুখে গত বছরের ১৫ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন গুচ্ছ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের চাপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। এর পর থেকেই শিক্ষার্থীরা নিয়মিতভাবে এই দাবিতে আন্দোলন করে আসছে।