ঢাবির অধীনে ৭ কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
সাত কলেজের শিক্ষার্থীরা বলেন, 'এ বছর সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নেওয়া যাবে না। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আর নতুন সেশনের ভর্তি পরীক্ষা মেনে নেবে না।'
তারা আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িঘড়ি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় ফের সাত কলেজের ভর্তি পরীক্ষার ফরম প্রকাশ করতে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই, সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় কোনো ভর্তি পরীক্ষা নিতে দিব না।'
এর আগে বুধবার (১ জানুয়ারি) শিক্ষার্থীরা সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটিকে একমাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আহবান জানান।
এ বিষয়ে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, 'গঠিত বিশেষজ্ঞ কমিটির সদিচ্ছা থাকলে আগামী ১ মাসের মধ্যে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরা এবং ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা সম্ভব। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা নেওয়ার নতুন পাঁয়তারা করে কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা আবার পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেবে আসতে বাধ্য হব।'