০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫

দাবি না মানলে বেরোবির প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দফা দাবি মেনে না নিলে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা৷ আগামীকাল রবিবারের (৫ জানুয়ারি) মধ্যে তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান শিক্ষার্থীরা।

আজ শনিবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে দাবিগুলো জানানো হয়।

দাবিগুলো হলো
>> ২৪-এর বিপ্লবে হামলাকারীদের অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে এবং তা প্রকাশ করতে হবে। অতি দ্রুত অপরাধীদের ব্যাপারে প্রশাসন থেকে মামলা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১০৮তম সিন্ডিকেট মিটিংয়ে প্রশাসন থেকে যে ৭২ জন অপরাধীদের নাম প্রকাশ করা হয়েছে, এর বাইরেও যেসব কর্মকতা, কর্মচারী ও শিক্ষার্থী, যারা ২৪-এর বিপ্লবে হামলাকারী ছিলেন তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: নতুন বছরে বেরোবির শিক্ষার্থীদের প্রত্যাশা

>> ছাত্র সংসদের আগে বেরোবিতে অন্য কোনো নির্বাচন নয়। ৫ জানুয়ারির মধ্যে ছাত্র সংসদের ফুল রোড ম্যাপ ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

>> লেজুরবৃত্তিক রাজনীতি বন্ধের পরও বিভিন্নভাবে ক্যাম্পাস এ রাজনীতি চালুর অপচেষ্টা চালোনো হচ্ছে। লেজুরবৃত্তিক যেকোনো ছাত্ররাজনীতির কর্মকাণ্ডে যুক্ত থাকলে শাস্তির বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে এবং তা সিন্ডিকেট মিটিং এ পাস করতে হবে।