বাউবির মিডিয়া বিভাগে ৭০ কর্মকর্তা-কর্মচারী, নেই দৃশ্যমান কার্যক্রম
দূরবর্তী শিক্ষাকার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) মিডিয়া বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্যে ছিল টেলিভিশন ও বেতারের জন্য অ্যাকাডেমিক ও শিক্ষাবিষয়ক অনুষ্ঠান নির্মাণ। এজন্য বহৎ আকারের স্টুডিও নির্মিত হয়। স্টুডিওর জন্য আনা হয় দামি যন্ত্রপাতি। এ বিভাগে কর্মরত আছেন ৭০ জন কর্মকর্তা-কর্মচারী। তবে বর্তমানে ওই বিভাগের তেমন কোনো দৃশ্যমান কাজ নেই।
জানা গেছে, ৭০ জন কর্মকর্তা-কর্মচারীরে জন্য প্রতি মাসে একটা বিপুল অঙ্কের টাকা চলে যায় তাদের বেতন খাতে। অথচ মিডিয়া বিভাগের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। নিয়মিত ব্যবহার না থাকায় যন্ত্রপাতি, কলকব্জাও নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি শিক্ষার্থীরাও মিডিয়া বিভাগের কার্যক্রম সম্পর্কে তেমন কিছুই জানেন না।
প্রতিষ্ঠালগ্ন থেকে বাউবির মিডিয়া বিভাগ একটি ভালো অবস্থানে ছিল। বিটিভি এবং বাংলাদেশ বেতারে নিয়মিতভাবে বাউবির শিক্ষা বিষয়ক অনুষ্ঠান প্রচারিত হতো। কিন্তু বিগত প্রশাসনের অদক্ষতা ও ব্যর্থতায় চার বছর ধরে বিটিভি এবং বাংলাদেশ বেতারে অনুষ্ঠানসমূহ সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
তবে বর্তমানে মিডিয়া বিভাগের ওয়েব টিভি, ওপেন টিভি, ওয়েব রেডিও, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রয়েছে। ওপেন টিভি ঢাকা ও গাজীপুর সহ আশপাশের জেলাগুলোতে পরীক্ষামূলক সম্প্রচার চালাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, 'বাউবির মিডিয়া বিভাগ তার সোনালি অতীত প্রায় হারিয়ে ফেলেছে। বিভাগের কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা ও তদারকির অভাব, পুরোনো ও আধুনিক প্রযুক্তির সাথে সংগতিপূর্ণ নয় এমন ক্যামেরা, স্কুলগুলোর সঙ্গে মিডিয়া বিভাগের যথাযথ সমন্বয়ের ঘাটতি এবং দক্ষ ও প্রযুক্তি বিশেষজ্ঞ স্টাফের অভাব। এর পাশাপাশি ইউটিউবে মনিটাইজেশন ও ফেসবুকে পোস্টের বুস্টিংসহ মৌলিক বিষয়গুলোতেও তেমন কোনো অগ্রগতি নেই।'
এ বিষয়ে মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শরীফ মো. শাহাবুদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'কিছুটা সমন্বয়হীনতা থাকলেও আমাদের মিডিয়া বিভাগের কার্যক্রম নিয়মিতভাবে চলছে। নতুন উপাচার্য স্যার মিডিয়া বিভাগের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছেন। ভবিষ্যতে ভালো কিছু হবে বলে আশা করি।
মিডিয়া বিভাগের বেহাল দশা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সাঈদ ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি মাত্র দেড় মাস আগে বাউবিতে এসেছি। গত ১৫ বছর ধরেই সারা দেশে একটা অরাজকতা চলেছে। বাউবির মিডিয়া বিভাগও তার একটা অংশ। মিডিয়া বিভাগের উন্নয়ন ও পরিবর্তনের জন্য আমরা সংস্কারের কাজ শুরু করবো।