২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪

কাল থেকে আইডি কার্ড ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

আগামীকাল (২৯ ডিসেম্বর) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শীতকালীন ছুটি পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরুর দিন (২৯ ডিসেম্বর) থেকে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো।

বিষয়টি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহম্মদ তাজাম্মুল হক বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে ক্যাম্পাসে বিগত কয়েকদিন অস্থিতিশীতা সৃষ্টি হয়েছে। ক্যাম্পাস খুললে যেকোনো ধরনের সংঘাত এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও তিনি জানান।