২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:০৯

ইমু-সায়মার নেতৃত্বে বদরুন্নেসা কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

আহবায়ক আনজুমা ইসরাত ইমু ও সদস্যসচিব সায়মা আক্তার সেতু  © টিডিসি সম্পাদিত

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমিতির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষিত হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী তিন মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।  

কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনজুমা ইসরাত ইমু। সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার সেতু।  

যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া জামান ইমা এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়া আক্তার। কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মাকসুদা আক্তার মিতু, লামিয়া আক্তার, সৈয়দা সানজিদা মিম, আফরিন স্বর্ণা, জান্নাত লাইফা এবং সুরাইয়া আক্তার।  

প্রসঙ্গত, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।