২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২

ঢাকা কলেজের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী নেতাদের কড়া বার্তা

মোহাম্মদ রকিব ও গাজী হোসাইন মাহমুদ  © সংগৃহীত

ঢাকা কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভের পর সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ অবস্থায় ক্যাম্পাসে ভীতিকর ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য তারা কলেজ প্রশাসনকে দায় নেওয়ার কথা বলেন এবং ক্যাম্পাসের অস্থিতিশীলতা প্রতিহত করার ঘোষণা দেন।

ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কলেজ প্রশাসনের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রকিব।

নিজের আইডিতে এক স্ট্যাটাসে রকিব বলেন, ‘ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিকে ঘিরে কেউ যদি ক্যাম্পাসে অরাজকতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, আমরা সেটা মেনে নেব না। সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিঘ্ন হলে এর দায়ভার কলেজ প্রশাসনকে নিতে হবে।

আরও পড়ুন: গুম করা হয়েছিল কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসানকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আরেক সাবেক সম্বন্বয়ক গাজী হোসাইন মাহমুদ ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি। সেই একই শব্দ আমরা জুলাই গণঅভ্যুত্থানের চার মাস পরে আমাদের প্রিয় ক্যাম্পাস ঢাকা কলেজে শুনতে পেয়েছি। এ ঘটনা সত্যি লজ্জাজনক, এটা আমাদের জন্য লজ্জার (It's shame for us)। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের কর্মকাণ্ড কখনো বরদাশত করব না।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে সাধারণ পরিস্থিতি যদি ব্যাহত হয়, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ যদি ব্যাহত হয়, যদি কোনো দলের মাধ্যমে বিঘ্ন ঘটে, তাহলে আমরা এর মোক্ষম জবাব দেব ইনশাল্লাহ। আমরা  সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যা করা দরকার, তা-ই করব।

প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে গাজী মাহমুদ বলেন, আমরা গত ১৬ বছরের জুলুম বাংলাদেশ থেকে হটিয়েছি। কেউ যদি নব্য ফ্যাসিস্টদের মতো আচরণ করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিঘ্ন ঘটায়, আমরা তাদের প্রতিহত করতে কুণ্ঠাবোধ করব না।

তিনি বলেন, এই ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের, এই ক্যাম্পাস কোনো চাঁদাবাজদের নয়, এই ক্যাম্পাস কোনো সন্ত্রাসীদের নয়; ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে শিক্ষা গ্রহণের জায়গা।