২৩ ডিসেম্বর ২০২৪, ২১:০৫

গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে হাবিপ্রবি

হাবিপ্রবি  © সংগৃহীত

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যাপারে দাবী করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলেন, গুচ্ছে বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার্থী ভর্তি হয় না। শুধু আশেপাশের অঞ্চল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, এতে বিশ্ববিদ্যালয় তার স্বকীয়তা হারায়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অর্থ বাস্তবায়ন হয় না।   

শিক্ষক-শিক্ষার্থীদের দাবি ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর মানসম্মত শিক্ষার্থীর সংকট, ফাঁকা আসন নিয়ে ক্লাস শুরু, দীর্ঘ ভর্তি প্রক্রিয়া, মেধাবীদের ভর্তিতে অনাগ্রহ, স্বকীয়তা হারানো, গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী না পাওয়া, অর্থনৈতিক ক্ষতি এবং পরিচিতি ও ব্র্যান্ড ভ্যালু ক্ষতিসহ নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুত্রে জানা যায়, গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে  বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মিটিং এ  এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নি। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ক্যাম্পাস খুললে মিটিং এ  সিদ্ধান্ত নেওয়া হবে তবে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে অধিকাংশ শিক্ষক মতামত ব্যক্ত করেছেন। প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া থেকে বের হয়ে শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমাতে ও আর্থিক দিক বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গুচ্ছে না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, গুচ্ছে  না থাকার বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। তবে সরকার যদি সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে রাখতে পারে সেক্ষেত্রে আমরাও সিদ্ধান্ত করতে পারি। কিন্তু এখন পর্যন্ত সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।