১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:০৫

আনন্দঘন পরিবেশে চবিতে বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন চবি উপাচার্য  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মৃতিসৌধ, শহীদ মিনার ও স্মৃতিসৌধ ‘স্মরণ’সহ সকল গুরুত্বপূর্ণ ভবন দৃষ্টিনন্দন আলোকসজ্জিত করা হয়। ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বিউগল বাজিয়ে বিজয় দিবসের সূচনা লগ্নকে স্বাগত জানানো হয়।

১৬ ডিসেম্বর ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং সকালে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

১৬ ডিসেম্বর রবিবার সকাল ৮ টায় স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য আন্তর্জাতিক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অতঃপর পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, শিক্ষক সমিতি, অনুষদ সমূহের ডিনবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, সভাপতি-পরিচালক ফোরাম, অফিসার সমিতি, চবি ক্লাব (ক্যাম্পাস), মহিলা সংসদ, বিএনসিসি, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

পুস্পমাল্য অর্পণ শেষে উপাচার্য নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিজয় র‌্যালি। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এরপর বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

আলোচনা সভা শেষে চবি সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষে বিকালে চবি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা।