বাকৃবিতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাদ্য শক্তি ও আমিষের প্রভাব শীর্ষক কর্মশালা
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার কার্যকারিতার উপর গর্ভাবস্থায় মায়ের খাদ্য শক্তি ও আমিষের প্রভাব বিষয়ক একটি গবেষণা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী ফজলুর রহমান ভবনের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক এনিমেল সাইন্সের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান।
এনিমেল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথুরাম সরকার। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।